চৌদ্দগ্রামে সাংবাদিক আব্দুস সোবহানের মায়ের কুলখানী অনুষ্ঠিত

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম :–
দৈনিক ভোরের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আব্দুস সোবহানের মাতা আমেনা বেগমের (৯০) কুলখানি ০৫ সেপ্টেম্বর শনিবার তার নিজ গ্রামের বাড়ি উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁনকরা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ ঘটিকা থেকে কুলখানি শুরু হয় এবং দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলে। কুলখানি অনুষ্ঠানে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্িট্রক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাধারন মানুষ অংশগ্রহন করেন।
উল্লেখ্য সাংবাদিক আব্দুস সোবহানের মাতা আমেনা বেগম গত ১৩ আগষ্ট (২৪ রমজান) বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...