কুমিল্লার আইইবি নির্বাচন সম্পন্ন ও ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :–
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ (আইইবি)নির্বাচন-২০১৫। সারাদেশের ন্যয় কুমিল্লা জেলাধীন মহানগরীর ইজ্ঞিনিয়ারিং ইনস্টিটিউটে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকৌশলীদের সবুজ প্যানেল কবির-সবুর ও বিরোধী হলুদ প্যানেল মহসিন-শরীফ এ দুটো প্যানেলেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচন কেন্দ্রে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লায় ১৮৩, নোয়াখালী ৪০, ফেনী ৩১, চাঁদপুর ১৯ সহ এ অঞ্চলের মোট ভোটার সংখ্যা হল ২৭৩ টি, ভোটারগন সকলেই ছিলেন বিএসসি ইঞ্জিনিয়ার। কুমিল্লাসহ সারা দেশে এ প্রতিষ্ঠানে ভোট কেন্দ্রের সংখ্যা ১৭টি। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলে। কুমিল্লা কেন্দ্রের ১৮৩ ভোটের মধ্যে মোট ভোট সংগ্রহীত হয় ১৬২টি। কুমিল্লা কেন্দ্রে ৬ সদস্য বিশিষ্ট সংল্লিষ্ট ইঞ্জিনিয়ারগন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন বলে জানান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আবুল বাসার। ২টি প্যানেলে প্রেসিডেন্ট পদে ৫জন ও সেক্রেটারী পদে ৩জন প্রার্থীসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনের ফলাফলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর নির্বাচন ২০১৫-তে কুমিল্লা কেন্দ্র থেকে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কর্তৃক মনোনীত সালাম-কমল পরিষদ বিজয়ী হয়েছে।এ নির্বাচনে আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান পদে প্রকৌশলী আ.ক.ম আব্দুস সালাম ও সম্পাদক পদে প্রকৌশলী কমল কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন। আইইবি কুমিল্লা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান ও সেন্ট্রাল কাউন্সিল মেম্বার পদে প্রকৌশলী আব্দুল মতিন ও ড. প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আরো ফলাফলে জানা যায় কুমিল¬া কেন্দ্রে সর্বোচ্চ ১৩৯ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে বিজয়ী হন ইঞ্জিনিয়ার মো: কবির আহমেদ ভূঁইয়া, নিকটতম প্রতিদ্বন্দ্বি হলুদ প্যানেলে প্রার্থী ইঞ্জি. মহসিন আলী পেয়েছেন ১৪ ভোট, সেক্রটারী পদে সবুজ প্যানেল প্রার্থী ইঞ্জি. মো আব্দুস সবুর ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন, নিকটমতম প্রতিদ্বন্দ্বি ইঞ্জি. স্বপন ১৪ ভোট পেয়েছেন। এ ছাড়া ভিপি (একাডেমীক) ইঞ্জি. মঞ্জুর মোর্শেদ ১২০, ভিপি (এডমিন) ইঞ্জি. শাহাদাত হোসেন ১২৩, ভিপি (এইচ আরডি) ইঞ্জি. নুরুজ্জামান ১৩০, ভিপি (সার্ভিস এন্ড ওয়েলফেয়ার)ইঞ্জি. আতাউল মাহমুদ ১২৫, এইচ এ জি এস ইঞ্জি. শাহাদাত হোসাইন শিবলী ১৩৮, এইএজি এস ইঞ্জি. মঞ্জুরুল হক মঞ্জু ১২৮, এইচএজিএস ইঞ্জি. মোজাম্মেল হক ১২৩ ও এজিএস ইঞ্জি. মামুনুর রশিদ ১১৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...