চৌদ্দগ্রাম প্রতিনিধি:–
চৌদ্দগ্রামে বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আলকরা ইউনিয়নের সাতঘরিয়া সীমান্ত ফাঁড়ির সীমান্ত সংলগ্ন আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামে বিজিবির একটি টহল দলের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য, একটি সিএনজিসহ রুবেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সাতঘরিয়া সীমান্ত ফাঁড়ির নায়েক মশিউর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটককৃত রুবেলের নিকট থেকে ৪৯ বোতল ফেন্সিডিল, ১১ বোতল বিয়ার, ১০০ গ্রাম গাঁজা ও একটি সিএনজি (ফেণী-থ-১১-৩৭৭৯) গাড়ি উদ্ধার করা হয়। আটককৃত রুবেল উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের দুলাল মিয়ার ছেলে। শুক্রুবার সকালে আটককৃত রুবেলকে বিজিবি’র পক্ষ থেকে মাদকদ্রব্য, সিএনজিসহ চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়। বৃহস্পতিবার রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে মামলা (মামলা নং- ০৩/৩৮২) দায়েলের পর শুক্রুবার দুপুরে আটককৃত রুবেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
