আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাজা প্রাপ্তসহ বিভিন্ন মামলার তিন আসামীকে গ্রেফতার করেন। এই তিন জনকে গ্রেফতার করে মঙ্গলবার কুমিল্লা কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। মনোহরগঞ্জ থানা পুলিশ জানায়, হাসনাবাদ ইউনিয়নের নরপাইয়া গ্রামের মৃত গণি মিয়ার পুত্র সফি উল্লাহ (৬০) এর বিরুদ্ধে চুরির অভিযোগে থানায় মামলা রয়েছে। যার ধারা ৪৫৭/৩৮০ । সে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলো। তার জিআর নং ২৮/০৫। দীর্ঘদিন পলাতক থাকার পর মনোহরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। মনোহরগঞ্জ থানার এএসআই আনোয়ারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সফিউল্লাহকে তার নিজ গ্রামে অবস্থিত নরপাইয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকান থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সফিউল্যাহ এলাকায় চুরির সাথে জড়িত ছিল। এই চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সফিউল্লাহকে গ্রেফতার করে কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। অন্যদিকে এসআই ইদ্রিস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স যমুনা মাল্টি পারপাসের দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ঝলম দক্ষিণ ইউনিয়নের সাত পুকুরিয়া গ্রামের জাফর আহম্মেদের পুত্র মোরশেদ আহম্মেদ (৩০) কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়। অন্যদিকে নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১০ মামলার আসামী নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের ওমর ফারুক (৩০) কে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, মনোহরগঞ্জ থানায় যে সকল আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে এবং যে সকল সাজাপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য সকল প্রকার অভিযান অব্যাহত আছে।
