চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার–২

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম :–

কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৩ মামলার ওয়ারেন্টভুক্ত ও ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো : ওয়ারেন্টভুক্ত ও আদালত কর্তৃক ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মোঃ জামাল উদ্দিন (৪৫), এক কেজি গাঁজাসহ উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের নারানকরা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওবায়দুল হক ছুট্টু (৪৫) কে। ছুট্রু নারানকরা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। চৌদ্দগ্রাম থানার এস আই ইব্রাহিমের নেতৃত্বে এদের গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সোপর্দ করে জেলহাজতে প্রেরন করা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...