কুমিল্লায় বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লা প্রতিনিধি :–

কুমিল্লায় বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে মহানগরীর কান্দিরপাড়স্থ দলের জেলা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক এমপি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, সৈয়দ জাহাঙ্গীর, এড. আলী আক্কাস, জসিম উদ্দিন, মোস্তফা জামান, ইকরাম হোসেন তাজ, সকিনা বেগম প্রমুখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...