লাকসামে বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

শাহ নুরুল আলমঃ—
মঙ্গলবার কুমিল্লার লাকসামে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমক ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। ভোরে লাকসাম বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও বিকালে লাকসাম বিএনপির কার্যালয়ে কেক কেটে দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। লাকসাম বিএনপি’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ বনিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাজী এস.এম তাজুল ইসলাম খোকনের সার্বিক তত^াবধানে কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আবুল বাশার ভাষানী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খসরু, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির মজুমদার, সহ-সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম বাচ্চু, বিএনপি নেতা রমেন্দ্র ভট্টাচার্য, নুরুল হক, সামছুল হক সামু, নিখোঁজ বিএনপি নেতা হুমায়ুন পারভেজের ছোট ভাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম ফারুক, সাধারন সম্পাদক বিশ্বতম সাহা বিশু, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাহবুবুল হক মনু, কৃষক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ফখরুজ্জামান পাটোয়ারী, পৌর ছাত্রদলের সভাপতি ওমর ফারুক রাজু, সাধারন সম্পাদক আলী হায়দার মামুন, ন.ফ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হাসান রনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুবদল নেতা নুরুল মমিন লিটন, কামাল হোসেন, গোলাফুর রহমান গোলাফ, ফারুক আহমেদ, রুহুল আমিন, শওকত, ডাঃ বিল্লাল, রিয়াদ মাহমুদ বাপ্পী, মোরশেদ আলম, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, ডাঃ আজাদ, নুরুল আলম মিন্টু, শাহেদ শামস, শাহেদ চৌধুরী, সাইমুন রহমান রকি, তারেক আজিজ, ইব্রাহিম খলিল সবুজ প্রমুখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...