বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

সৌরভ মাহমুদ হারুন :–
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম নাজিম উদ্দীন পদউন্নতী পেয়ে খাগড়াছড়ী জেলায় বদলি হওয়ায় মঙ্গলবার বুড়িচং অফিসার্স ক্লাবের উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা পারভিনের সভপাতিত্বে ও মাধ্যামিক শিক্ষা অফিসার ইকবাল হাছানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া, সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাবেদ কাউসার সবুজ, রাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তাহের, পরিবার পরিকল্লনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নি, উপজেলা শিক্ষা কমকর্তা মোঃ সেলিম মুন্সি, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা বেগম শাহীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নূরে আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মানষী পাল। এছাড়া উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আনম নাজিম উদ্দীন ২বছর সুনামের সহিত বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পদউন্নতি পেয়ে চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার এডিসি হিসেবে যোগদান করবেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...