বুড়িচংয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শওকত মাহমুদের মুক্তি দাবী

সৌরভ মাহমুদ হারুন :–
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়ছে। আলোচনা সভায় সকল নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক শওকত মাহমুদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করে বক্তব্য প্রদান করেন।
বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কুমিল্লা দ. জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, সাবেক পিপি অ্যাড. আহম তাইফুর আলম। প্রধান বক্তবা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও শ্রমিক দলের সভাপতি সানাউল্লা মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি হুমায়ূন কবির বাবুল, সেক্রেটারী মোঃ জামাল উদ্দিন, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তর আলী চেয়ারম্যান, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল মাষ্টার। বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম ভূইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ খোকন, উপজেলা যুবদলের সহ-সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান সিপন, যুগ্ম সম্পাদক আবু নাছের, সহ-সভাপতি মোঃ মুমিন, মহিলা দলের আহ্বায়ক ফাতেমা আক্তার মেম্বার, ষোলনল ইউনিয়ন যুবদলের সেক্রেটারী প্রভাষক ইঞ্জিঃ আঃ জলিল ভূইয়া, পীরযাত্রাপুর ইউনিয়ণ যুবদলের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, সদর ইউনিয়ণ যুবদলের সভাপতি ফারুক মাষ্টার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন, আমির হামজা অরুন, মোঃ দেলোয়ার হোসেন, বাকশীমূল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সবুজ, সদর ছাত্রদলের সেক্রেটারী মাসুদ পারভেজ। এসময় উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অংঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতীর কল্যাণে ও গ্রেফতারকৃত শওকত মাহমুদের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...