চৌদ্দগ্রম প্রতিনিধি :–
চৌদ্দগ্রামে সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ০২ জনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের বেতিয়ারা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা গ্রামের ফরিদ মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী মোঃ জামাল (২৫), কালির বাজার সংলগ্ন নোয়াপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী মোঃ বেলাল মিয়া। চৌদ্দগ্রাম থানার এস. আই ত্রিনাথ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েলের পর (মামলা নং- ৫৭/০১.০৯.১৫) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...