মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম :–
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জনু মিয়া (১৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত জনু মিয়া চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের আব্দুল করিমের ছেলে। জানা যায়, সোমবার বিকালে পাশের বাড়িতে বিদ্যুৎ স্পর্শ করলে তাকে তাৎক্ষনিক উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশটি চৌদ্দগ্রাম থানা থেকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চৌদ্দগ্রাম থানার এস.আই নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
