আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে একটি রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংগ্রামি পরিষদ। এতে অনার্স ১ম বর্ষ থেকে মাষ্টার্স পড়–য়া শিক্ষার্থীদের অংশগ্রহণ করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কুমিল্লা জেলার প্রায় ১৮টি কলেজের মোট ৩০৭ জন শিক্ষার্থী ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ রচনাটি জমা দেয়। তাদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র মোঃ আবদুল হান্নান ২য় স্থান অর্জন করেন। সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংগ্রামি পরিষদ কর্তৃক আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায়ও ১ম স্থান লাভ করেন। পরে পুরষ্কারগুলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলা বিভাগের প্রধানের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তারপর বাংলা বিভাগের প্রধান ড. মেহেদী হাসান পুরষ্কারগুলো ঐ শিক্ষার্থীর হাতে তুলে দেন। এ সময় বাংলা বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য মোঃ আবদুল হান্নান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের শিকচাইল গ্রামের আবদুল গোফরানের ছেলে।
