দেবিদ্বার প্রতিনিধিঃ—
সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করণের কুফল সম্পর্কিত জনসচেতনা মূলক উদ্বুদ্ধকরণ সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আয়ুব আলীর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন সেবা কর্মী মোঃ ফখরুল ইসলাম সাগর ও খামারী আবুল খায়ের প্রমুখ।
ওই সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা প্রাণিসম্পদ অফিসের বি.এফ.এ মোঃ সেলিম ভুইয়া, মোঃ শওকত আলী ভুইয়া ও আবদুল হাই, প্রভাতী খামারে ম্যানেজোর আবুল খায়ের ও গুনাইঘর গ্রামের খামারী মোঃ আল আমিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীরা উপস্থিত ছিলেন।