আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে চাচাতো ভাইদের হামলায় মো. গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। কাজী গিয়াস উদ্দিন হরিপুর গ্রামের মধ্যপাড়ার কাজী মো. জামাল উদ্দিনের ছেলে। গত শনিবার রাতে তিনি হামলার শিকার হন। চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে গিয়াস উদ্দিন মারা যান। তবে রবিবার বিকেল নাগাদ এ বিষয়ে থানায় মামলা হয় নি।
নাসিরনগর থানার সাব-ইন্সপেক্টর মহিউদ্দিন সুমন ও ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আশিকুর রহমান জানান, প্রতিবেশি চাচাতো ভাইদের সঙ্গে গিয়াস উদ্দিনের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হন গিয়াস উদ্দিন। প্রথমে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।