লাকসাম প্রতিনিধি :–
শনিবার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে লাকসাম পৌরসভা বিএনপির দলীয় কার্যলয়ে নবীন ছাত্রদেরকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির কার্যনিবার্হী কমিটির সদস্য ও লাকসাম পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক এস.এম তাজুল ইসলাম খোকন।
প্রধান অতিথির বক্তব্যে – তাজুল ইসলাম খোকন বলেন, শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূল নীতি। এ স্লোগানকে বুকে ধারন করে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা হয়। আজকে দেশের শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা কারনে মেধাবী ছাত্ররা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। উৎপাদন মুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদের হাতে বই, খাতা, কলম তুলে দিয়েছেন। মহান নেতার আদর্শকে বুকে ধারন করে জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিটি পাড়া মহল্লায় কর্মী ও সদস্য সংগ্রহ করার নির্দেশ দেন।
ন.ফ. সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন সুমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মো. জাহিদের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক বিশ্বতম সাহা বিশু, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন শরিফ, পৌর যুবদলের প্রচার সম্পাদক শাহ মো. নুরুল আলম, পৌর ছাত্রদলের সভাপতি ওমর ফারুক রাজু, সাধারন সম্পাদক আলী হায়দার মামুন, ন.ফ. সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাজমুল হাসান রনি, ছাত্রদল নেতা মো. তারেক আজিজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- ছাত্রনেতা রায়হান আহমেদ সুমন, জহিরুল ইসলাম, মাসুম, সুমন, শাকিব, ইকরাম, মিঠু, দিদার, সোহাগ,ইমরান, তানবির, নাজমুন, মহিন, ফয়সাল প্রমুখ।
