মো. আলাউদ্দিন :–
রোটারী ক্লাব অব নাঙ্গলকোট (প্রস্তাবিত) গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা নাঙ্গলকোট উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন- রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই এর প্রেসিডেন্ট আবুল হোসেন ছোটন, সাবেক প্রেসিডেন্ট বাবু চিত্ত রঞ্চন ভৌমিক ও এরিয়া অ্যাসিটেন্ট গভর্নর সফিকুল ইসলাম শামীম। স্বাগত বক্তব্য রাখেন, ব্যবসায়ী আবদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ মোঃ খোরশেদ আলম মজুমদার, খন্দকার মোঃ সহিদ, প্রফেসর শাহজাহান, সাইফুল ইসলাম পাটোয়ায়ী, সালেহা আক্তার পলি। সভা শেষে জেলা নেতৃবৃন্দ প্রস্তাবিত নাঙ্গলকোট ক্লাবের সদস্যদের হাতে সদস্য ফরম তুলে দেন।