বাংলাদেশ কবি ফোরাম বাকফের ৭ম সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :–
বাংলাদেশ কবি ফোরাম বাকফ’র উদ্যোগে শুক্রবার বিকালে কুমিল্লা নগরীর নজরুল ইন্সটিটিউটের মুক্তমঞ্চে সংগঠনটির নিয়মিত কার্যক্রম ও নিয়ম অনুসারে ৭ম সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
বাকফের সভাপতি বাপ্পি মজুমদার ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি আজিম উল্যাহ হানিফ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকফের ১নং উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা কবি প্রফেসর ড. এ কে এম আছাদুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-কবিতা মানুষকে আনন্দ দেয়,মনে সাহস জোগায়। প্রেরনা জোগায়। যুগে যুগে কবিতা মানুষকে ভালবাসা শিখিয়েছে। সর্বোপরি একজন কবিকে ন্যায় পরায়ণ হতে সাহায্য করে,করিয়েছে। নাড়ির বন্ধনকে মজবুত করতে শিখিয়েছে। এটি যে কুমিল্লায় তেই জাতীয় কবি নজরুল ইসলাম এসে সারাজাতিসহ সকলকে বুঝিয়ে দিয়ে গেছেন।’
বাকফের ৭ম সভাও কবিতা পাঠের আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকফের ৭ নং উপদেষ্টা কবি ফখরুল হুদা হেলাল, ৮ নং উপদেষ্টা কবি দীপ্র আজাদ কাজল, পীযুষ কুমার ভট্টাচার্য, কুমিল্লা বেতারের মহাপরিচালক সৈয়দ বিল্লাল, কবি রোখসানা ইয়াসমিন মনি, কবি লায়লা আনজুমান শিউলি, ইয়াছিন আশরাফ,
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, সহ সভাপতি এমদাদুল হক এয়াছিন, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হৃদয়,সাংগঠনিক সম্পাদক ইউসুফ কবিয়াল,সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ শান্তনুর, প্রচার সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী বিপু, সাহিত্য সম্পাদক মানিক চন্দ্র দাশ, কোষাধ্যক্ষ ডাক্তার খাইরুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক অশ্রু শাহ আলম, অর্থ সম্পাদক শাহ পরান শাওন, সাংস্কৃতিক সম্পাক মোহাম্মদ উল্যাহ রানা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইখতেখার আলম কৌশিক, সদস্য- আরিফুল ইসলাম, আবদুস সালাম, কবি মোহাম্মদ মোজাম্মেল হক,কবি গিয়াস উদ্দিন ফারুকী, মীর মারুফ তাসিন, আল মাহমুদ রিয়াজ, মোহাম্মদ ইউসুফ, মিজানুর রহমান, কবি শাহ আকরাম, সৈয়দ ফরিদুল ইসলাম, সুজন কুমার সাহা, মো: তাহিদ হোসেন, শিরোনামের রির্পোটার এম বিল্লাল হোসেন, শিল্পী বাশার মাহমুদ, কবি মাঈনুদ্দিন ওয়াদুদ, কবি মো: শাহাদাত ইসলাম সবুজ, মনির আহমেদ রতন ভান্ডারী, আবদুল মতিন, কবি মুকুল মজুমদার প্রমুখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...