কুবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

 

কুবি প্রতিনিধিঃ–
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়ে চলে রাত ১২ টা পর্যন্ত। দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বর্ষনের ঘটনায় পুরো কুবি ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কুবির কাজী নজরুল ইসলাম হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পার্শ্ববর্তী সড়কের ইউনিক মোড় নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সভাপতি সমর্থিত ছাত্রলীগ কর্মী তানভীর হোসেনের সাথে সাধারণ সম্পাদক সমর্থীত কর্মী শাহজাহান প্রীন্সের বাকবিতা-া হয়। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ নিয়ন্ত্রিত কাজী নজরুল ইসলাম হলের নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী নিয়ন্ত্রিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে বেশ কয়েক রাউন্ড গুলি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুইজন গুলিবিদ্ধসহ ১০ নেতাকর্মী আহত হয়। মারাত্মক আহতরা হচ্ছে সভাপতি সমর্থীত ছাত্রলীগ কর্মী তানভীর হোসেন, মেজবাহ ও সাধারণ সম্পাদক সমর্থীত যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, মাসুদুর রহমান, তানভীর আহমেদ ও এ কে আজাদ। এদের মধ্যে এ কে আজাদ পায়ে ও মেজবাহর হাতে গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়। অন্যরা ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের কুমেক হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কুবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, ‘সভাপতি সমর্থিত নেতাকর্মীরা অতর্কিত হামলা করে ৫ থেকে ৬ রাউন্ড গুলিবর্ষণ করেছে। তাদের হামলায় আমার ৬/৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।’ অপর দিকে ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফ জানান, ‘আমরা কোনো গুলিবর্ষণ করিনি। স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, ‘দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে কুবি প্রশাসন রবিবার বিবদমান ছাত্র নেতাদের সাথে জরুরী বৈঠক করার কথা রয়েছে।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...