মো.জাকির হোসেন :–
শুক্রবার ভোরে কুমিল্লার বুড়িচংয়ের কোরপাই গ্রামের একটি খালের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহমান (৩৮) নামের এক ফিড মেইল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের আগতা ফিড মিলের বাবুর্চি শ্রমিকদের কোয়ার্টারের পাশে খাল সংলগ্ন একটি গাছে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় এক ব্যাক্তিকে দেখতে পায়। পরে স্থানীয়দের চিৎকারে মিলের শ্রমিকরা ঘটনাস্থলে এসে জানায় নিহত ব্যাক্তি ওই মিলের শ্রমিক। পরে পুলিশে খবর দিলে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ তৌহিদুর রহমান বেলা ১০ টায় ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আব্দুর রহমান সিরাজগঞ্জ জেলার বাবন গ্রামের চাঁন মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন যাবত ওই মেইলে শ্রমিক হিসেব কাজ করতো বলে স্থানীয়রা জানায়।
