কুমিল্লায় মসজিদের টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

 

মো. আলাউদ্দিন :–
কুমিল্লায় মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরির অভিযোগে অজ্ঞাতপরিচয় (২৭) যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শুক্রবার ভোরে জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের মানিকমুড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আল মাহমুদ জানান, আজ (শুক্রবার) ভোর ৪টার দিকে উপজেলার মানিকমুড়া বাজার জামে মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি করার সময় অজ্ঞাতপরিচয় ওই যুবককে আটক করে স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...