আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি :–
কুমিল্লার মনোহরগঞ্জে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি আলী আক্কাছের সভাপতিত্বে এক সাংবাদিক সম্মেলন করে উপজেলা ছাত্রলীগ। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ ও নিয়ম শৃংঙ্খলা ভঙ্গ, মাদকাসক্তি, সন্ত্রাসী, চাঁদাবাজী, চোরা চালানী ও ডাকাতি সহ সামাজিক অপকর্ম এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান রানাকে ছাত্রলীগের সকল সদস্য পদ ও দলীয় কার্যক্রম থেকে বহিঃস্কার করা হয়। এছাড়া এ সকল কর্মকান্ডের সাথে জড়িত থাকলে উপজেলা ছাত্রলীগ কার্যনির্বাহী কমিটি তাদের বিরুদ্ধে যে কোন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম.এইচ নোমানের পরিচাালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম, ফয়েজ আহম্মদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ছিদ্দিকি, উপদপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক আবদুর রহমান ফারুক, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সজিবুর রহমান রাসেল, ঝলম (দঃ) ইউপি ছাত্রলীগ আহবায়ক জহিরুল ইসলাম আরিফ, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম রুবেল, আনোয়ার হোসেন শামিম, মোজাম্মেল হোসেন, শেখ ফরিদ, বিজয় চন্দ্র শাহা, মোঃ মঞ্জুর হোসেন, সেলিম, আবুল হাসান, মোঃ মানিক, মোঃ সালাম, মনির, বেল্লাল, বিল্পব, নাসির, লিটন, মহিন, বিজয় সহ প্রমূখ। সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, ভবিষ্যতে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কোনো নেতাকর্মী যদি ছাত্রলীগের আদর্শ ভঙ্গ করে এবং নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ ও রাষ্ট্রবিরোধী কোনো কর্মকান্ডে জড়িত থাকে তাদেরকে ছাত্রলীগ ও দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে।
