মো.জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুধবার সকালে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়ুয়া জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে বুধবার সকাল ৯ টায় বুড়িচং থানার এস আই মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্নমতি পূর্বপাড়া এলাকার ভঙ্গুর ব্রীজের উপর অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকৃতরা হলো- শাহ আলম (২৮), পিতা- মোসলেম মিয়া, সাং-রামভদ্র, আক্তার হোসেন (৪০), পিতা- মৃত খোরশেদ আলম, সাং -বাতাকান্দি, উভয় থানা-তিতাস, বর্তমানে বুড়িচং সদর এলাকায় আরাগ রোড হাওলাদারের বাড়ী ভাড়ায় বসবাসরত। মোঃ সেলিম (৪৭), পিতা- মৃত হাশেম আলী, সাং- ভবেরমুড়া, থানা- বুড়িচং, পুলিশ আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৭(খ) রুজুপুর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। এদিকে বুড়িচং থানার এস আই মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী জসিম উদ্দিন, পিতা- কালা মিয়া, সাং-শংকুচাইল, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
