মো. আলী আশরাফ খান :–
কুমিল্লার দাউদকান্দিতে ৩ মাদকসেবীকে ১ মাস করে সাজা প্রদান করেন স্থানীয় ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়ার নেতৃত্বে মঙ্গলবার বিকালে দাউদকান্দির সাহাপাড়া ও দোনারচর গ্রাম থেকে ৩ মাদকসেবীকে আটক করে পুলিশ। আটকের পর দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস করে সাজা প্রদান করেন।
দাউদকান্দি উপজেলার সাহাপাড়া গ্রামের শুভ সরকারের পুত্র সাগর চন্দ্র সরকার (৩০), একই গ্রামের মৃত আবুল খায়েরের পুত্র শরীফ হোসেন (২৭) ও দোনারচর গ্রামের কাউছার আহমেদের পুত্র রবিন চৌধুরী (২৮) কে এই সাজা প্রদান করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেন ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য যে, গত কয়েক দিন যাবত দাউদকান্দির পুলিশ প্রশাসন মাদক বিক্রেতা ও সেবীদের উপর কড়া নজর রাখছেন এবং বেশ কয়েকজনকে জেল হাজতে পাঠাতে সক্ষম হয়েছেন।
