মোঃ জামাল উদ্দিন দুলাল :–
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাগুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন অস্ত্র আইনের মামলায় ১০ বৎসরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ হালিম(৪০) গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
দেবিদ্বার থানার এ.এস.আই মোঃ আলমগীর হোসাইন ও এ.এস.আই মোঃ মোর্শেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগুর গ্রামের মোঃ রমিজ উদ্দিন এর ছেলে মোঃ হালিম সে ১০ বৎসরের সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় মঙ্গলবার দুপুর ০২.৩০ ঘটিকার সময় ১০ বৎসরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ হালিম’কে দেবিদ্বার উপজেলার বাগুর হতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আসামীকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য আসামী মোঃ হালিম এর বিরুদ্ধে জি.আর ১৫৬/২০০১, দেবিদ্বার থানার মামলা নং-০৮(১২)২০০১, ধারা-অস্ত্র আইনের ১৯এ মূলে ১০ বৎসরের সাজা পরোয়ানা সহ কুমিল্লা কোতয়ালী থানার মামলা নং-২৫(২)০৫, ধারা-৩৪১/৩২৬/৩০৭/৩৭৯/৩৪ দঃ বিঃ, চান্দিনা থানার মামলা নং-৫(৯)১৩, ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ, দেবিদ্বার থানার মামলা নং-০৮(১২)২০০১, ধারা-অস্ত্র আইনের ১৯(ক)/(চ) মূলে গ্রেফতারী পরোয়ানা থানায় মূলতবী ছিল।
