মোঃ জাকির হোসেন :–
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ী ফেরার পথে কৌশলে এক বৃদ্ধার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে উপস্থিত জনতা ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক পূর্বক ছিনাতইকৃত ৬০ হাজার টাকা উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায়।
জানা যায়, বুধবার সকালে জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিন শ্যামপুর গ্রামের মৃত টুক্কু মিয়া ভূইয়ার পুত্র নজরুল ইসলাম (৫৫), সোনালী ব্যাংক কংশনগর শাঁখা থেকে বুধবার সকাল ১০ টায় ৬০ হাজার টাকা তুলে সিএনজি যোগে বাড়ীতে রওনা হয়। এসময় যাত্রী বেশে ৪ জন ছিনতাইকারী ওই সিএনজিটিতে উঠে কংশনগর বাজার সংলগ্ন গোমতী নদীর ব্রিজে এলাকায় পৌছে কৌশলে নজরুল ইসলামের সাথে থাকা টাকা নিয়ে পালিয়ে যেতে থাকে। এসময় নজরুল ইসলামের আত্মচিৎকারে স্থানীয়রা ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করে গনধোলাই দিয়ে তার কাছ থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে। পরে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীকে পুলিশ হেফাজতে নেয়। আটককৃত ছিনতাইকারীর নাম কবির হোসেন (৪৫), সে জেলার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্রামের মৃত আবদু মিয়ার ছেলে। বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই তৌহিদুর রহমান জানায় আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া তিনি আরো জানান, আটককৃতের বিরুদ্ধে বুড়িচং থানায় একাধিক মামলা রয়েছে।
