জাতির জনকের নাম ভাঙ্গিয়ে যারা সন্ত্রাস করবে তাদের ছাড় দেয়া হবেনা—-কুমিল্লা পুলিশ সুপার

মো. জাকির হোসেন :–
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বলেন, বর্তমানে দেশের মানুষ ডিজিটাল সেবা নিয়ে ঘরে বসেই তাদের সমস্যা সমাধান করতে পারছে। এভাবে দেশ এগিয়ে যেতে থাকলে আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত বিশ্বের রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে। স্বাধীনতার ৪২ বছর পর আমরা স্বাধীন দেশ হিসেবে পাকিস্তানের চেয়ে অনেক ভাল আছি। জাতির জনকের দেখা সকল স্বপ্নগুলিকে আমাদের বস্তবায়ন করতে হবে। জাতির জনকের নাম ভাঙ্গিয়ে যারা সন্ত্রাস করবে তাদের ছাড় দেয়া হবে না।
সোমবার কুমিল্লার বুড়িচং থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন। বুড়িচং উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডাঃ আবুল হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ্্ আল মামুন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও শিক্ষা কমিটির সদস্য মোঃ মোস্তফা মাষ্টার, কুমিল্লা-২ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদেরা পারভিন আক্তার, বীরমুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ফজর আলী, ষোলনল ইউপি চেয়াম্যান মোঃ বিল্লাল হোসেন, সাংবাদিক আবদুল মোমেন, বুড়িচং থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তফা কামাল, গ্রাম পুলিশের পক্ষে বক্তব্য রাখেন মোখলেছুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হালিমা আক্তার, ইফতেখার আহাম্মেদ, মেহেদি হাসান, সাহিম। বুড়িচং থানা সেকেন্ড অফিসার এই আই সাইফুল ইসলামের উপস্থাপনায় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা বিষ্ণু কুমার ভট্টাচার্জ, রাজাপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাকশীমূল ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম মাষ্টার, সদর ইউপি চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ, ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার, মোকাম ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভারেল্লা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাছান, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাষ্টার। এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রধান, শিক্ষক/শিক্ষার্থী, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বুড়িচং থানা ও দেবপুর পুলিশ ফাঁড়ীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...