ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ৩৮০ বোতল ফেনসিডিলসহ ১জনকে আটক করেছে

নিজস্ব প্রতিবেদক :–
সোমবার সকাল এগারোটায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ৩৮০ বোতল ফেনসিডিলসহ এক কার্ভাডভ্যান চালককে আটক করে। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম জানান, ‘আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার তীরচরে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৩৮০ বোতল ফেনসিডিলসহ এক গাড়ি চালককে আটক করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, ইদানিং হাইওয়ে পুলিশ মহাসড়কে তল্লাশী চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য আটক করতে সক্ষম হচ্ছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...