নিজস্ব প্রতিবেদক :–
সোমবার সকাল এগারোটায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ৩৮০ বোতল ফেনসিডিলসহ এক কার্ভাডভ্যান চালককে আটক করে। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম জানান, ‘আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার তীরচরে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৩৮০ বোতল ফেনসিডিলসহ এক গাড়ি চালককে আটক করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, ইদানিং হাইওয়ে পুলিশ মহাসড়কে তল্লাশী চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য আটক করতে সক্ষম হচ্ছে।
