মো. আলী আশরাফ খান :–
রোববার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের সামনে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয় উপজেলার পেন্নাই গ্রামের মোঃ মুছা নামের এক ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টায় স্কুলের মাঠ সংলগ্ন ব্রিজের উপর এ ঘটনা ঘটে। আহত মোঃ মুছা গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার পিতার নাম মরহুম আব্দুল মান্নান।
মুছা জানায়, ‘উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের ৪/৫জন বখাটে প্রায় সময় স্কুলের গেটে ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে। আজ একটি মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওইসব বখাটেরা উত্তক্ত্য করে। এতে আমি প্রতিবাদ করায় বখাটেরা পকেটে থাকা ছুড়ি দিয়ে আমার শরীরে আঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে গৌরীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান,‘ঘটনা শোনার পর সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়েছি’। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয় হবে বলে তিনি জানান।
