মনোহরগঞ্জে ঝলম দক্ষিণ ও মৈশাতুয়া ইউনিয়নে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

 

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাঁও মোঃ তাজুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও মৈশাতুয়া ইউনিয়নে নীলকান্ত ডিগ্রী কলেজ মিলনায়তনে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ও ব্যাবিলন রিসোর্সেস্ লিমিটেড’র সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য বেসিক আইটি/আইসিটি লিটারেসি বিষয়ক ১৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি। উভয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মো. তাজুল ইসলাম এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য-প্রযুক্তির বিকল্প নেই। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। প্রযুক্তিতে যারা এগিয়ে থাকবে তাদেরকে চাকুরী খুঁজতে হবে না। চাকুরীদাতা বিভিন্ন সংস্থা ও সংগঠন তাদেরকে খুঁজে নিবে। এ সময় তিনি সব বয়সী লোকদের তথ্য-প্রযুক্তির সাথে সম্পৃক্ত থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও জাতীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম এমপি নীলকান্ত ডিগ্রী কলেজকে সরকারি করার ঘোষণা প্রদান করেন। মোঃ তাজুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক বাবু সুধীর চন্দ্র মল্ল বর্মন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মো. দেলোয়ার হোসেন ফারুক, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মারফত উল্যাহ্, সাবেক চেয়ারম্যান মনির হোসেন হেলালসহ সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোখতার হোসেন সুমন। নীলকান্ত ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নীলকান্ত ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি এনায়েত উল্যাহ্ এফসিএ, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, নীলকান্ত ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু জামাল খান প্রমুখ। ঝলম উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিষ কুমার খোকনের উপস্থাপনায় এ সময় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন নীলকান্ত ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য ও বড় কেশতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজীউর রহমান, গভর্নিং বডির সদস্য মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, লাকসাম উপজেলা যুবলীগ আহ্বায়ক প্রফেসর আবুল খায়ের, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজামুদ্দিন শামীম, ৪ নং উত্তর ঝলম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাবুল, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য কামাল হোসেন, শাহীন জিয়া, জানে আলম, ঝলম দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান ফারুক, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আলী আক্কাছ, আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম.এইচ নোমান, ঝলম দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা ইমান হোসেন, মফিজুর রহমান, স্বপন মুন্সী, নুর হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিক হাসান, মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আমির হোসেন, গন্থাগার ও পাঠাগার সম্পাদক রাসেল হোসেন, সহ-সম্পাদক আজিমুদ্দিন বাহার, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক বিপ্লব, ঝলম দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক জহিরুল ইসলাম আরিফ, আহ্বায়ক কমিটির সদস্য দিলিপ কুমার ভৌমিক, ঝলম দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম মুন্না, শাহজাহান মজুমদার, আমজাদ, ফাহাদ, বিল্লাল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প সমন্বয়ক শহিদুল ইসলাম, প্রকল্প প্রতিনিধি মো. কামরুজ্জামান, ট্রেইনার রাসেল আহমেদ, সাজ্জাদুল ইসলাম প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কোর্সে ৪০ জন প্রশিক্ষনার্থীকে সনদ, ভাতা, প্রশিক্ষণ উপকরণ ও প্রশিক্ষণ শেষে ৬ জনকে ট্যাবলেট পিসি দেওয়া হবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...