মো. হাবিবুর রহমান :–
প্রতি বছরের মতো এবারো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে রোববার বিকেলে গুঞ্জুর ইসলামিয়া আলিম মাদরাসায় আরডিএস প্রকল্পের সদস্যেদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল হক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোম্পানীগঞ্জ শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট বজলুর রহমান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গুঞ্জুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম, সিনিয়র অফিসার ও আরডিএস জোন কর্মকর্তা নাছির উদ্দিন, জোন কৃষি কর্মকর্তা আবু জাফর মুছা, মাদরাসার সহসভাপতি কবির আহাম্মদ। আরডিএস প্রকল্পের কর্মকর্তা আব্দুল হান্নানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আরডিএস প্রকল্পের জুনিয়র ইউনিট কর্মকর্তা খালেদ সাইফুল্লা। এতে মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাংবাদিক নাজিম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক এবং সূধীজন উপস্থিত ছিলেন।
