বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে—-মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) :–
মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেছেন বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ঘরেঘরে বিদ্যুতের আলো পৌছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ,গ্যাসসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং অব্যাহত থাকবে। আজ শনিবার বিকালে নাসিরনগর উপজেলার বালিখোলা গ্রামে পল্লী বিদ্যুাতায়নের উদ্বোধন ও তাঁকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বালিখোলা এলাকাবাসী আয়োজিত ঈদগা মাঠে ইউপি সদস্য নরেশ মল্লিকের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার , পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবদুল ওয়ারিদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর, পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপর) সিদ্দিকুর রহমান তালুকদার, আওয়ামীলীগ নেতা কার্ত্তিক চন্দ্র দাস,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু,সাবেক ছাত্রলীগ বসির-আল-হেলাল। অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ বাকী বিল্লাহ জুয়েল । পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপুর) সিদ্দিকুর রহমান তালুকদার জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৭.০৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত গ্রামে ৫২৫ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...