দেবিদ্বারে বৈদ্যুতিক খুঁটিতে জড়িয়ে বিদ্যুৎ কর্মী আহত : গাড়ী ভাংচুর সহ এক কর্মীকে পিটিয়ে আহত করেছে বিক্ষুব্ধ জনতা : ডিজিএম’কে প্রত্যাহারের দাবী

 

মোঃ আক্তার হোসেনঃ–
দেবিদ্বার পৌর এলাকার পুরাতন বাজারে শুক্রবার সন্ধ্যায় বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মোঃ ফজলুল হক (৫০) নামের এক বৈদ্যুতিক লাইনম্যান গুরুতর আহত হয়। ওই সময় বৈদ্যুতিক সট খেয়ে সে প্রায় এক ঘন্টা খুঁটিতে ঝুলে থাকেন। উদ্ধার কাজে বিলম্ব হওয়ায় বিক্ষুব্ধ জনতা গাড়ী ভাংচুর সহ এক বৈদ্যুতিক কর্মীকে পিটিয়ে আহত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার পুরাতন বাজারে শুক্রবার সন্ধ্যায় বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মোঃ ফজলুল হক (৫০) নামের এক বৈদ্যুতিক লাইনম্যান গুরুতর আহত হয়। ওই সময় বৈদ্যুতিক সট খেয়ে সে প্রায় এক ঘন্টা খুঁটিতে ঝুলে থাকেন। স্থানীয় জনতা তাকে উদ্ধার করতে প্রথমে দেবিদ্বার জোনাল অফিসের ডিজিএম সহ অফিসে বারবার ফোন করেও কোন সাড়া পায়নি। পরে স্থানীয় জনতা ওই বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর দিকে দেবিদ্বার জোনাল অফিসের একটি গাড়ীসহ বিদ্যুৎ কর্মীরা বিলম্ব করে ঘটনাস্থলে পৌছলে বিক্ষুব্ধ জনতা ওই গাড়ীটি ভাংচুর সহ আশিকুর রহমান নামের এক বিদ্যুৎ কর্মীকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। ওই সময় বিক্ষুব্ধ জনতা ডিজিএম গোপাল চন্দ্র শিব’কে প্রত্যাহারের দাবী করে বিক্ষোভ মিছিল করেন।
দেবিদ্বার জোনাল অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিব জানান, এ বিষয়ে আমাকে কেউ ফোন করেনি।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...