মো.জাকির হোসেন :–
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক সাংবাদিক নেতা শওকত মাহমুদের গ্রেফতারের পর অসুস্থ্য হওয়ায় গতকাল বাদ জুমা বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের বিভিন্ন মসজিদে তার সুস্থতা কমানা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে শুক্রবার বাদ জুমা বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর কেন্দ্রীয় জামে মসজিদ, জগতপুর গোলাম নবী বাড়ী জামে মসজিদ, পশ্চিম জগতপুর মাঝি বাড়ী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে শওকত মাহমুদের সুস্থ্যতা কামনা করে দেয়া, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। তাছাড়া বুড়িচং উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ শওকত মাহমুদের মুক্তি দাবী করেন।
