মো.জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বুড়িচং থানার এএসআই সঞ্জয় কুমার দে সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পুর্ণমতি এলাকায় অভিযান চালিয়ে একাধিক ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ফারুক প্রকাশ্যে মেয়র ফারুক (২৮), পিতা-মৃত আবদুল হাকিমকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় জিআর-৬৭/০৮, জিআর-৬৮/০৮ নং ও বুড়িচং থানায় জিআর-৫৯/০৪ নং মামলা রয়েছে। আটককৃত আসামীকে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
