মো. জাকির হোসেন :–
২০০৪ সালের ২১ আগষ্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় নিহত দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা জানিয়ে এবং আওয়ামীলীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার বিচার দাবীতে শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে শোকসভা ও মিছিল কর্মসূচি পালন করেছে কুমিল্লা জেলা তরুন লীগ।
জেলা তরুন লীগের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম রানার উদ্যোগে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তরুনলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন রুবেল, মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান। কবির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুকবুল হোসেন, মামুন মজুমদার, মামুন, ফারুক, জনি, জুয়েল, সাদ্দাম প্রমুখ।