মো.জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং উপজেলার জরুইন গ্রামে মোবাইল ফোন কেনার টাকা না দেয়ায় মায়ের সাথে অভিমান করে শুক্রবার সকালে গলায় ফাঁস দিয়ে জীবন (১৩) নামে এক মাদরাসা ছাত্র আত্মতহ্যার খবর পাওয়া গেছে।
জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জরুইন উত্তর পাড়া গ্রামের ফকির বাড়ীর মাঈন উদ্দিন ফকিরের ছেলে মোঃ জীবন মিয়া শুক্রবার সকালে মোবাইল ক্রয় করার জন্য তার মায়ের কাছে ২ হাজার টাকা চায়। এতে তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে অভিমান করে সকাল ১০ টায় নিজ ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগায়। এসময় পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে ঘটনাটি বুঝতে পেরে দরজা ভেঙ্গে জীবনকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত জীবন বুড়িচং সদর এলাকার ইসলামীয়া দাখিল মাদরাসার ৬ষ্ট শ্রেণির ছাত্র ছিল। সে দুই ভাই ও এক বোনের মধ্যে পরিবারের সকলে ছোট ছিল
