মো. আলাউদ্দিন, নাঙ্গলকোট:–
কুমিল্লার নাঙ্গলকোটে শুক্রবার উপজেলার ঢালুয়া ও পেড়িয়া ইউপির ১৮টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। সকালে ঢালুয়া ইউপির কিনারা প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি আওয়ামীলীগ আয়োজিত বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ ও পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল (লোটাস কামাল) উপজেলার দুটি ইউনিয়নের ১৮টি গ্রামে প্রায় ২৫ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। আওয়ামীলীগ নেতা আবু তাহের বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী জহিরুল ইসলাম, নাঙ্গলকোট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার টিএম মেসবাহ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের, যুবলীগ আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক আবু তাহের ছোট, ছাত্রলীগ আহ্বায়ক খোরশেদ আলম প্রমূখ।
