মো.জাকির হোসেন :–
শুক্রবার সকালে বুড়িচং থানা পুলিশ জুয়া খেলার অপরাধে ৯ জুয়ারীকে আটক করে ভ্রাম্যমাদ আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রাট প্রত্যেককে জরিমানা করে তা আদায় পূর্বক ভবিষ্যতে জুয়া খেলবেনা এই মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া জানায়, মাদক, জুয়া, চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে বুড়িচং বুড়িচং থানাধিন দেবপুর পুলিশ ফাঁড়ীর এসআই মাকসুদ আহাম¥দ সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কুসুমপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়ীকে আটক করে। আটকৃতরা হলো ইসমাইল (৪৮), পিতা ছিদ্দিকুর রহমান, লোকমান হোসেন (৩০), পিতা ফয়জুর রহমান, রিপন (৩২), পিতা আবদুল মতিন, রুবেল (৩৫), পিতা মোস্তফা আহাম্মেদ ভুইয়া, আরিফ (৩২), পিতা মৃত আলী আশরাফ, আবদুর রহমান (৫২), পিতা মৃত আলীম, মোঃ কামাল হোসেন (৩৭), পিতা মৃত আলী, আবদুল হক (৪৫), পিতা মৃত আয়েত আলী, রফিকুল ইসলাম (৪০), পিতা মৃত ছিদ্দিকুর রহমান, সকলের বাড়ী কুসুমপুর এলাকায়। পুলিশ আটককৃতদের গতকাল বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম নাজিম উদ্দীনের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাদ আদালত পরিচালনা করে প্রত্যেককে ২’শত টাকা করে মোট ১ হাজার ৮ শ’ত টাকা জরিমানা করে আদায় পূর্বক ভবিষ্যতে জুয়া খেলবেনা এই মুচলেকা রেখে ছেড়ে দেয়।
