কুমিল্লার মুরাদনগরে কায়কোবাদের বাড়ী ঘেড়াওকালে পুলিশের বাঁধা

 

মো. হাবিবুর রহমান :–
অমর একুশে আগষ্ট গ্রেনেড হামলার জঘণ্য ও কলঙ্কিত দিনটি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করে কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার বিকেলে গ্রেনেড হামলা মামলার পলাতক আসামী বিএনপি দলীয় সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়ী ঘেড়াওয়ের জন্য একটি বিশাল বিক্ষোভ মিছিল যাবার পথে স্থানীয় ভূমি অফিসের সামনেই পুলিশ বাঁধা দেয়। এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গ্রেনেড হামলাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা স্বপন কুমার সাহা, পার্থ সারথী দত্ত, যুবলীগের আহবায়ক খাইরুল আলম সাধন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, কৃষকলীগের আহবায়ক আব্দুর রহিম সরকার, ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি মোর্শেদ খান প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা গ্রেনেড হামলা মামলার পলাতক আসামী বিএনপি দলীয় সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে গ্রেফতারসহ দ্রুত বিচার শেষ করার জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...