এই ঈদে দীপু হাজরা’র দুই নাটক

বিনোদন ডেস্ক :–
আসছে ঈদুল আযহায় একুশে টেলিভিশনের প্রযোজনায় দীপু হাজরা র্নিমান করতে যাচ্ছে দুটি বিশেষ নাটক। যা একটি লিখছেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস ও অপরটি লিখেছেন প্রখ্যাত অভিনেতা ও কবি এ, টি, এম, শামসুজ্জামান। দ্বিতীয় নাটকটির নাম “চোরের বাড়ী”। গল্পে দেখা যাবে রমিজ একজন নামকরা চোর ছিল এখন তিনি অনেক বড়লোক। শহরে তিনটি ডিপার্টমেন্টাল ষ্টোরের মালিক। চুরি পেশা ছেড়ে দিয়েছেন। গ্রামে তার কোন বাড়ী নাই তাই হঠাৎ করে তিনি স্থানীয় মহিলা চেয়ারম্যান এর শরনাপন্ন হন। তার এলাকায় একটি বাড়ী র্নিমান করতে অনুমতি প্রার্থনা করেন। চেয়ারম্যান কোন অবস্থাতেই রাজি হচ্ছিলেন না। অগত্যা চোরের অনুরোধে এক সময় রাজি হন। তবে শর্ত জুরে দেন বাড়ী নির্মান করতে পারবি কিন্তু বাড়ীর বাইরে বড় সাইনবোর্ডে লেখা থাকবে “চোরের বাড়ী”। চোর তার শর্তে রাজী হয়। এভাবেই শুর– হয় চোরের বাড়ী নাটকের গল্প।
এ প্রসঙ্গে দীপু হাজরা বলেন, দুটি নাটকই সনামধন্য নাট্যকার ও গল্পকারা লিখছেন। দুটো গল্পই আলাদা আলাদা। সমাজের অনেক অসংগতী ফুটে উঠবে নাটক দুটিতে। সেই সাথে অনেক জনপ্রিয় অভিনেতা – অভিনেত্রী নাটক দুটি কাজ করবার কথা রয়েছে। আশা করি আসছে ঈদে দর্শকরা নতুন কিছু পাবে।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...