আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের হাবীবুল্লাহ প্লাজায় গত বুধবার সন্ধ্যায় দাউদকান্দি তথা কুমিল্লার ঐতিহ্যবাহী সাহিত্য-সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠন ‘সৃষ্টি’র সাবেক সভাপতি কৃষিবিদ মোঃ মনিরুল ইসলামকে এক জমকালো পরিবেশে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সদ্য পূণর্গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ‘সৃষ্টি’র প্রতিষ্ঠা ও বর্তমান সভাপতি কিবি, কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা দুদক-এর সভাপতি ও ‘সৃষ্টি’র উপদেষ্টো অধ্যাপক মোঃ নূরুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংর্বধিত গুনীজন কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম, ‘সৃষ্টি’র উপদেষ্টা ও ব্যাংকার মোঃ শাহ আলম, প্রফেসর আব্দুল মালেক ও মোঃ এনামুল করীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ‘সৃষ্টি’ সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহ আলম সরকার, সহ-সভাপতি, ডা. গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইংলিশ ট্রেইনার মোঃ জিয়াউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ মোজাম্মেল হক, আইসিটি সম্পাদক ইঞ্জি. মোঃ শফিউল বাশার সুমন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মহসীন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ কবির উদ্দিন, অর্থ সম্পাদক ডা. মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক দ্বীন ইসলাম রাজু, সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস.এম মিজান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মোল্লা, সহ-সমাজকল্যাণ সম্পাদক উৎপেলেন্দু দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো বিল্লাল হোসেন, মহিলা সম্পাদক শাহনেওয়াজ হক বেবী ও সহ-মহিলা সম্পাদক হামিদা শারমীন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক নূরুল গনি বলেন, ‘সৃষ্টি এমন একটি সংগঠন যা সমাজের কল্যাণে নানামুখী কাজ করে যাচ্ছে। আমরা সৃষ্টির সঙ্গে ছিলাম, আছি ও থাকবো এবং তাদের যে কোন কাজে সহযোগিতা করে যাবো। আপনারাও যার যার সাধ্যমত অর্থ, সময় ও শ্রম দিয়ে এই সংগঠনকে সাহায্য করবেন বলে আশা করছি।’ অনুষ্ঠানে সভাপতি কবি আলী আশরাফ খান বলেন, ‘আমি যদিও ‘সৃষ্টি’র প্রতিষ্ঠাতা কিন্তু এই সংগঠনের পেছনে সকল সদস্যদের নিরলস শ্রম, সময়, মেধা ও অর্থ বিনিয়োগ রয়েছে। যার ফলশ্রুতিতে আজ এই সংগঠনটি এই পর্যায়ে এসেছে। আমি ‘সৃষ্টি’র নতুন সকল সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানাই।’ তিনি আরো বলেন, ‘একটি সংগঠনকে টিকিয়ে রাখতে হলে সর্বাগ্রে প্রয়োজন, মত প্রকাশের অধিকার, বিশ্বাস, সসতা, শ্রদ্ধা ও ভালবাসা। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে সংগঠনের মধ্যে থাকে না সে সংগঠনও টিকে থাকে না’।
