চৌদ্দগ্রামে ভারী বর্ষনে বিভিন্ন গ্রাম প্লাবিত

মো : বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:—
বুধবার রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে এবং পাশ্ববর্তী ভারতের পানির ফলে চৌদ্দগ্রাম পৌর এলাকার অনেক গ্রাম বৃষ্টিতে প্লাবিত হয়েছে। পৌর এলাকার বিভিন্ন স্কুল, কলেজ এবং হাসপাতালের সামনে পানি উঠেছে হাঁটু সমান। পানি উঠার কারনে ছুটি ঘোষনা করা হয়েছে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ রোড, চত্বর, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পৌর ভবন, নজুমিয়া সিনিয়র মাদ্রাসা, মহিলা মাদ্রাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনের সামনে পানি উঠেছে হাঁটু সমান। পানি উঠার কারনে প্রায় বন্ধ হয়ে গেছে এসব প্রতিষ্ঠানের সামনের রাস্তায় যান এবং মানুষের চলাচল। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ভারত সীমান্তবর্তী গ্রামগুলো। সরেজমিনে পরিদর্শণ করে দেখা যায় পৌর এলাকার বালিজুড়ী, শ্রীপুর, রামরায়গ্রাম, সেনেরখীল, নাটাপাড়া, নোয়াপাড়া, নবগ্রাম, পাঁচরা, পূর্ব চাঁন্দিশকরা এবং বাতিসা ইউনিয়নের কালিকাপুর, আটগ্রাম, আনন্দপুর, বসন্তপুরসহ সীমান্তবর্তী অধিকাংশ গ্রামেই পানি উঠেছে ব্যাপকভাবে। পৌর এলাকার বালুজুড়ী গ্রাম প্রায় ডুবে গেছে। প্রায় বন্ধ হয়ে গেছে পৌর এলাকার বিভিন্ন গ্রাম সড়কে যান চলাচল। হঠাৎ করে একদিনের বৃষ্টিতেই এভাবে পানিবন্ধী হয়ে যাওয়ায় পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র-ছাত্রীসহ, জনসাধারন ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অধিক পানি উঠায় স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এতে করে সুযোগ সন্ধানী রিক্সা চালকরা হাসপাতালের গেইটের অংশ থেকে হাসপাতালের বারিন্দা পর্যন্ত ২০ টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে সেবা নিতে আসা রোগীদের নিকট থেকে। পানি বেশি হওয়ায় অনেক স্থানে রিক্সাও চলতে পারছে না। ইতিমধ্যেই পৌর এলাকার পানিবন্ধী বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান এবং চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। ইতিমধ্যেই পৌর মেয়র বিভিন্ন গ্রাম পরিদর্শনের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্থ গ্রামগুলোর ক্ষতিগ্রস্থ রাস্তার ভাঙ্গন ঠেকানোর মেরামত কাজ তাৎক্ষনিকভাবে শুরু করার নির্দেশ প্রদান করেছেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...