আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে ইভজিটিং এর দায়ে এক বখাটে যুবককে ৩ মাসের সাজা প্রদান এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান ইভজিটিং এর দায়ে উপজেলার চাঁদগাও গ্রামের মোঃ সবুর মিয়ার পুত্র মোঃ তরিকুল ইসলাম শাওন (২২) কে এ সাজা প্রদান করেন। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমাণ তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান এবং ৫০ হাজার টাকা জরিমান করেন। তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
