নাঙ্গলকোটে নিখোঁজের ৩ মাসেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্র

 

মো. আলাউদ্দিন :–
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজ হওয়ার ৩ মাস অতিবাহিত হলেও এখনও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্র মো. নয়ন (৯)। সে উপজেলার চৌগুরী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। নিখোঁজ নয়নের পারিবারিক সূত্রে জানা যায়, সে উপজেলার নাওগোদা নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসায় হেফ্জ বিভাগে পড়ত এবং মাদ্রাসার ছাত্রাবাসে থাকত। কিন্তু গত ৫ মে মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে সে নিখোঁজ হয়। এরপর মাইকিং করে, আত্মীয়-স্বজনদের বাড়িতে ও উপজেলার বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে নয়নের মা মোসা: হালিমা বেগম এ বিষয়ে নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরী এন্ট্রি করেছেন। জিডি নং- ২০৭। জিডির বর্ণনা অনুযায়ী নয়নের উচ্চতা সাড়ে তিন ফুট, গায়ের রং শ্যামলা, গোলগাল চেহারা, বাম কানের মধ্যে একটি ফুলা মাংসের চিহৃ আছে। নিখোঁজ হওয়ার সময় তার পরণে নীল রঙের পায়জামা ও গেঞ্জি ছিল। এদিকে নিখোঁজ হওয়ার প্রায় ৩ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। এতে করে তার পরিবারের মধ্যে শোকের মাতম বইছে। সে বেঁচে আছে নাকি মরে গেছে, এমন চিন্তায় তারা অস্থির।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...