মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:–
চৌদ্দগ্রামে বৃহস্পতিবার দুপুরে সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুজিবুল হকের বিদায়ী সংবর্ধনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল ডাক্তার এবং কর্মচারীদের সৌজন্যে আয়োজিত উক্ত বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার দেবময় দেওয়ান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য যোগ দেওয়া চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: নাছির উদ্দিন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স এ দায়িত্বপালনরত বিভিন্ন ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাবেক কর্মকর্তা সদ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেহেরপুর জেলার সিভিল সার্জন হিসাবে যোগদান করেন।
