দাউদকান্দিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার পদুয়া ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের বালুর মাঠে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মোঃ ইকবাল হোসেন হাজারী। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক রনজন কুমার ঘোষ, উপ-পরিদর্শক সৈয়দ মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক এম.এ.ছালাম সরকার, দাউদকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, দাউদকান্দি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক বিরোধী তৎপরতা, নৌ-পথে টহল জোরদার, বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা সহ দাউদকান্দির মানুষের সেবা প্রদানে পুলিশ সর্বদা সচেষ্ট আছেন। উক্ত অনুষ্ঠানে পদুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত লোকজন এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গরা অংশ গ্রহন করেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...