মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের হাসনাবাদে মতবিনিময় সভা

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে হাসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সম্প্রতি এক মতবিনিময় সভা করেছেন। এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী আক্কাছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম.এইচ.নোমান। হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন অপুর সভাপতিত্বে এবং হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন এর উপস্থাপনায় এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন। মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোজাম্মেল হোসেন মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মিলন, উপ দপ্তর সম্পাদক মোঃ আমির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন তুষার, সমাজসেবা বিষয়ক সম্পাদক আবদুর রহমান, ঝলম দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম আরিফ, যুগ্ম-আহ্বায়ক দিলিপ কুমার ভৌমিক, মাসুদ, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মহিন উদ্দিন, মেহেদী হাছান সুজন, মাইন উদ্দিন, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ফাহাদ, মানিক সহ আরো অনেকে। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফিরোজ আলম, মিলন হোসেন সহ হাসনাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত প্রায় দেড় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী। পরে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার হাসনাবাদ ইউনিয়নে একটি বর্ধিত সভা করার আশ্বাস প্রদান করেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...