নাসিরনগরে বিনামূল্যে ওষুধ ও চারাগাছ বিতরন

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
আজ মঙ্গলবার নাসিরনগর উপজেলায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা শিখা সমাজ কল্যানের উদ্যোগে কুন্ডা উচ্চ বিদ্যালয় চত্বরে গবীর রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষুধ বিতরণ ও কুন্ডা উচ্চ বিদ্যালয়, কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রিদের মধ্যে চারাগাছ বিতরন করা হয়। ঔষুধ ও চারাগাছ বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক রাজশাহী বিভাগীয় কমিশনার এএফএম ইয়াহিয়া চৌধুরী। শিখার নিবার্হী পরিচালক রেজিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি সরকার আবদুল্লাহ আল মামুন,বিএনএফ এর মহাব্যবস্থাপক মোঃ মোস্তুফা কামাল,কুন্ডা ইউপি চেয়ারম্যান উমরাও খান,পিএস শাহআলম,উপজেলা বন কর্মকতা শাহ আলম প্রধানীয়া,কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল হক,কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেহুর রহমান খান । এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এছাড়াও দুইটি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন। শিখার নিবার্হী পরিচালক রেজিয়া সুলতানা জানান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় এলাকার গবীর ও দুস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণসহ স্যানিটেশন,শিক্ষা কার্যক্রমও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...