আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্নার বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুব উন্নয়ন কর্মীরা। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে যুব উন্নয়ন কর্মীরা তাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগ করেন। এ সময় তারা উপজেলা নির্বাহী অফিসারের বিচার চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। যুব উন্নয়ন কর্মীরা সাংবাদিকদের জানান, নির্বাহী কর্মকর্তা আমাদের কাজ ও উপস্থিতির তদারকি করতে গিয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে। যুব উন্নয়নের কর্মী সৈয়দা তাছনিম ইসলাম ঝুমু জানান, আমি নির্বাহী কর্মকর্তার অফিসে কর্মরত আছি, তিনি আমাকে অফিসের কাজ না করিয়ে বাসায় যাবতীয় কাজ করতে বলে, ছুটি চাইলে ছুটি না দিয়ে আমাকে হুমকি দিয়ে গালি-গালাজ করে। যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন কর্মীদের জন্য কিছু বলতে চাইলে তাকেও অশ্লীল ভাষা ব্যবহারের কথা জানান তারা। যুব উন্নয়ন অফিসে কর্মরত আরেক কর্মী উম্মে হাবিবা জানান, গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত যুব উন্নয়ন কর্মীদের সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তার অফিসের সামনে দাড় করিয়ে রাখে এবং সকলকে বলে কোন খাওয়া খাওয়ার দরকার নেই, নামায পড়ারও দরকার নেই। সবাই মাথানিছু করে দাড়িয়ে থাক। এছাড়াও গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারের সাথে ১১টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা দেখা করতে আসলে তিনি কুমিল্লা মিটিং আছে বলে তাদেরকে চলে যেতে বলে। অথচ ঐদিন তিনি কুমিল্লায় যাননি। তিনি অফিসে ছিলেন। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা জানান, আমরা তিনদিন এসে উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করতে আসলে একদিনও আমরা দেখা করতে পারিনি। তারা জানান, আমাদের ডিজিটাল সেন্টারগুলোতে নানা ধরনের সমস্যা রয়েছে। এগুলোর ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বলতে এসেছি। অথচ তিনি আমাদেরকে সময় দেননি। এ সকল বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্নার সাথে কথা হলে তিনি জানান, যুব উন্নয়ন কর্মীরা অনেকেই ১ মাস পর্যন্ত কর্মস্থলে আসেনি। কেউ কেউ ৯ টায় আসলে দুপুরের আগেই চলে যায়। আমি তাদের উপস্থিতি ও কাজের তদারকি করলে তারা অসৌজন্যমূলক আচরণ করে। তাদের অনুপস্থিতি ও কাজের অনিয়মের জন্য কিছু লোককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিলে তারা আমার বিরুদ্ধে অবস্থান নেয়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা কে কতদিন ডিউটি করে।