মো. জাকির হোসেন :–
মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধী, এর হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মঙ্গলবার কুমিল্লার বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের কাবিলায় বুড়িচং থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলি বলেন।
মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া। লোকমান হোসেন মেম্বারের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবদুল ছালাম, যুবলীগ নেতা আবদুল হারেজ, দেবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই তৌহিদুর রহমান, আবদুল লতিফ মাষ্টার, ফরিদ উদ্দিন ডিলার, কবির হোসেন, মিজান মিয়া, মোহর আলী মাষ্টার, যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূইয়া নোমান, ডাঃ মাসুম, ইউনিয়ণ ছাত্রলীগের সভাপতি মোঃ মহাসিন কামাল প্রমূখ।
